খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়িটি ৩ মাসের মধ্যে ছাড়তে হবে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দিয়েছেন। আদালত বলেছেন, রায় প্রকাশের পর, তিনমাসের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বরাবর বাড়িসহ গুলশান ২ এর ১০৪ নম্বর রোডের বাড়িটি বুঝিয়ে দিতে হবে আবদুস সালাম মুর্শেদীকে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে ৩ মাসের মধ্যে বাড়িটি বুঝে পাওয়ার ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত পরিত্যক্ত এই সম্পত্তি কিভাবে সালাম মুর্শেদী দখল করলেন এবং এই প্রক্রিয়ায় আরো কারা জড়িত, তা দুদককে স্বাধীনভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন।