সেবাই কর্ম। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২০ সালে যাত্রা শুরু করে শ্রীপুর উপজেলা প্রেসক্লাব। যাত্রা শুরুর কাল থেকেই সেবা ও গঠনমূলক কর্মকান্ড করে আসছে শ্রীপুর উপজেলা প্রেসক্লাব। এরই ধারাবাহিকতায় সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহনে সিয়ামের মাসে উদ্যোগ নেওয়া হয় ইফতার মাহফিল ও কোরআন খতমের। ১৮ই মার্চ সোমবার ইফতার মাহফিল উপলক্ষে সকাল ১০ টা থেকে পবিত্র কোরআন খতমের কার্যক্রম শুরু করা হয়। পরে ইফতারের পূর্ব মুহুর্তে শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, সমাজ, দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক বাস্তবচিত্রে প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক জনাব হাবিবুর রহমান মানিক। শ্রীপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ২য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পবিত্র মাহে রমজান ও রহমতের ৭ম দিনে শ্রীপুর উপজেলা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন সম্মানিত হাফেজ হাবিবুর রহমান মানিকের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইনশা মার্কেটিং কোম্পানির চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসাইন, দৈনিক ইত্তেফাক শ্রীপুর সংবাদদাতা এম এম ফারুক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, শ্রীপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন,নাগরিক টিভির গাজীপুর প্রতিনিধি আল-আমিন, যমুনা টিভির গাজীপুর প্রতিনিধি হুসাইন বাবু, , আনন্দ টিভির গাজীপুর প্রতিনিধি তানভীর আহমেদ, দৈনিক করতোয়া শ্রীপুর প্রতিনিধি বেলায়েত শেখ, সময়ের কাগজ শ্রীপুর প্রতিনিধি ইকবাল হোসেন, গণমুক্তি স্টাফ রিপোর্টার কাজী আবদুল্লাহ আল সুমন, দৈনিক দেশ বর্তমান শ্রীপুর প্রতিনিধি মোঃ মোজাহিদ, প্রতিদিনের সংবাদ শ্রীপুর প্রতিনিধি আশরাফুল আলম, বিজনেস বাংলাদেশ শ্রীপুর প্রতিনিধি রোমান আহমেদ, বাংলাদেশ সমাচার গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমান, সরেজমিন বর্তার শ্রীপুর প্রতিনিধি জুনাইদ আকন্দ, সাংবাদিক মাসুম , সুমন গাজী সহ আরোও অনেকেই।মোনাজাত শেষে প্রেসক্লাব কর্তৃক ইফতার মাহফিলে আগত অতিথিবৃন্দ ও উক্ত সংগঠনের সদস্যগণের উপস্থিতিতে সকলে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ইফতার করেন।