১৯৪০ সালে শেরে বাংলা এ.কে.ফজলুল হকের লাহোর প্রস্তাব
১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে আয়োজিত নিখিল ভারত মুসলিম লীগের ঐতিহাসিক লাহোর সম্মেলনে ভারতবর্ষের উত্তর-পশ্চিম এবং পূর্বাঞ্চলের লাগাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে পৃথক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের দাবী সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়েছিল। এই প্রস্তাব উপস্থাপন করেছিলেন বাংলার দরদী নেতা এবং তৎকালীন যুক্ত বাংলার প্রধানমন্ত্রী স্বনাম ধন্য এ. কে. ফজলুল হক।
ভৌগোলিক দিক থেকে পরস্পর সংলগ্ন ভারতবর্ষের উত্তর-পশ্চিম এবং পূর্বাঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহকে প্রয়োজনবোধে সীমানা রদবদল করে এমনভাবে গঠন করতে হবে যাতে ঐ এলাকাসমূহ ইন্ডিপেনডেন্ট স্টেটস (একাধিক স্বাধীন রাষ্ট্র) হিসেবে প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে ঐ সব রাষ্ট্র গঠনকারী সংশ্লিষ্ট ইউনিটসমূহ ও স্ব-শাসিত এবং সার্বভৌম থাকবে।
সম্পাদনা : মো: ইব্রহিম খলিল ভূইঞা