মেজর(অব:) হাফিজ উদ্দিন আহমদ: মুক্তিযুদ্ধ ছিলো সাধারণ মানুষের যুদ্ধ, কোন রাজনৈতিক দলের নয়। যারা স্বাধীনতার কথা চিন্তাই করে নাই, তারাই এখন মুক্তিযুদ্ধের সব চাইতে বড় ধারক-বাহক। জেড ফোর্স ও সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের অবদান জনগণের মধ্যে জানানোর উদ্দেশ্যে এমাসে বিএনপির নেতৃত্বে কর্মসূচী ঘোষণা করা হবে। বিএনপি হতাশাগ্রস্ত দল নয়। বিএনপি জনপ্রিয় দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিগত নির্বাচন হলে, বিএনপি ক্ষমতায় থাকতো। বিএনপির ওপর যেই পরিমাণ নিপীড়ন হয়েছে, তা আর কোন দলের ওপর হয়নি। অতি অল্প সময়ের মধ্যে বিএনপি ক্ষমতায় যাবে। ক্ষমতাসীনরা কথা বলার রাজনীতি করে। জনগণ ভোট কেন্দ্র গেলে আওয়ামী লীগ নেতাদের কথা বলার জায়গা থাকতো