কৃষি ও রপ্তানি পন্য হিসেবে যে প্রনোদনা পাওয়া উচিত, পাটকে তা দেয়া হবে বলে ঘোষনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে পাটের উৎপাদন বাড়ানো ও পাট পন্যেরর নতুন নতুন বাজার খুঁজে বের করতে তাগিদও দিয়েছেন। অনুষ্ঠানে পাট খাতে বিশেষ অবদান রাখায় ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি এসময় বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে সারাবিশ্বে এখন পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বেড়েছে। তাই রপ্তানির ক্ষেত্রে পাট পন্যের সুযোগও বেড়েছে। প্রধানমন্ত্রী এসময় বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত ছয়টি পাটকলকে বেসরকারি খাতে ইজারা দিয়ে নতুন করে বাণিজ্যিক উৎপাদনে ফেরানোর উদ্বোধন করেনন। এসব কারখানায় নতুন যন্ত্রপাতি আনা ও পাট পন্যে বহুমুখি করার আহ্বানও জানালেন তিনি। পাটের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বললেন, সোনালি আঁশ সোনালি দিনের হাতছানি দিচ্ছে।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬