ড্রাইভিং লাইসেন্স জনিত কিছু অপরাধে আগের ২ বৎসর ৫ লাখ টাকা জরিমানার সাজা কমিয়ে এখন ২ বৎসর সাজা ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ★ কারো যদি ড্রাইভিং লাইলেন্স বাতিল হলে তিনি আর গাড়ি চালাতে পারবেন না। যদি চালান তাহলে ৩ বছর কারাদন্ড ১৫ হাজার জরিমানা। আগে ছিল ৩ বছর কারাদন্ড ২৫ হাজার জরিমানা। ★১২টি ধারায় সাজা কমানো হয়েছে। বিশেষ করে আর্থিক জরিমানা কমানো হয়েছে * বাকি সব অজামিনযোগ্য মামলা জামিনযোগ্য করা হয়েছে। ★ ৮৪, ৯৮, ১০৫ ধারা জামিন অযোগ্য ছিল। এর মধ্যে ৮৪ ও ৯৮ ধারা জামিনযোগ্য করা হয়েছে ★ ৮৪ – মোটরযানের কারিগরি নির্দেশনা যদি ভঙ্গ করে। আগে জামিন অযোগ্য ছিল। এখন জামিনযোগ্য। ৯৮- ওভারলোডিং অবস্থায় যদি কোন দূর্ঘটনা হয়। আগে জামিন অযোগ্য ছিল। এখন জামিন যোগ্য ★১০৫ ধারায় দূর্ঘটনায় গুরুতর আহত বা মৃত্যু হলে অজামিনযোগ্য ধারায় মামলা হবে।
★ ৮৪, ৯৮, ১০৫ ধারা জামিন অযোগ্য ছিল। এর মধ্যে ৮৪ ও ৯৮ ধারা জামিনযোগ্য করা হয়েছে ★ ৮৪ – মোটরযানের কারিগরি নির্দেশনা যদি ভঙ্গ করে। আগে জামিন অযোগ্য ছিল। এখন জামিনযোগ্য। ৯৮- ওভারলোডিং অবস্থায় যদি কোন দূর্ঘটনা হয়। আগে জামিন অযোগ্য ছিল। এখন জামিন যোগ্য