বড় ভোটের ব্যবধানে জয় পেয়ে কুমিল্লার প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার সূচনা। বাবা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার তাকে পরিচিত করালেন ‘নগরকন্যা’ হিসেবে। জানালেন, এই জয় কুমিল্লাবাসীর জন্য সোনায় সোহাগা হলো। ইসমাইল।।

কুমিল্লার মেয়র পদে উপনির্বাচনে ১০৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে বেসরকারিভাবে তাহসীন বাহারকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন। দেখা যায়, নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন তাহসীন বাহারের অর্ধেকের কিছু বেশি ভোট। ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ।
কুমিল্লাবাসীকে এই জয় উৎসর্গ করে তাহসীন বাহার বলেন, কুমিল্লার উন্নয়নে কাজ করে যেতে চান তিনি।

পরে কুমিল্লা ক্লাবে তার বাবা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার কথা বলেন ও অনুভুতি প্রকাশ করেন
বাহাউদ্দিন বাহার মনে করেন, বাবা মেয়ে একসাথে কুমিল্লার উন্নয়ন ঘটাতে পারবো।।