তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর ২০২৪ থেকে ২০২৬ মেয়াদি নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত আজ। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে।

ঢাকা অঞ্চলের ২৬ এবং চট্টগ্রামের ৯টি সহ মোট ৩৫ পদের বিপরীতে মোট ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে সব মিলিয়ে প্রায় আড়াই হাজার ভোটার তাদের পছন্দের নেতৃত্ব বেছে নেবেন। ঢাকা অঞ্চলে ভোটার রয়েছেন ২ হাজার ৩২ জন আর চট্টগ্রামে ৪৬৪ জন। প্রতিদ্বন্দ্বিতামূলক এ নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে দুটি প্যানেল অংশ নিয়েছে। সম্মিলিত পরিষদের নেতৃত্বে আছেন বর্তমান সমিতির সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি এবং ফোরামের নেতৃত্বে আছেন সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির পরিচালক ফয়সাল সামাদ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।