যারা কাউন্সিল করছেন তারা আইন না বুঝে করছেন। এসবের কোন মানে হয় না মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদের।
সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরামের ফ্যামিলি নাইট অনুষ্ঠানে এ মন্তব্য করেন জিএম কাদের। তিনি বলেন একটা দলের সব কর্মকাণ্ড আইনি কাঠামোতে হয়। এসব বিষয় দেখভালের জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। তারপরও যারা জাতীয় পার্টির নামে কাউন্সিল করছেন, হয়ত না বুঝে করছেন।
ঢাকায় কর্মরত রংপুরের ৮ বিভাগের সংবাদ কর্মীদের এই মিলন মেলায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, এবং এই বিভাগ থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।