আন আবি সায়ীদিন কৃালা সামি’তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লামা ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান ফাল ইউগাইয়্যেরহু বিইয়াদিহী ফাইল্লাম ইয়াসতাতি ’ ফাবিলিসানিহী ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকৃালবিহী ওয়া যালিকা আজআফুল ঈমানী । ( মুসলিম )
হযরত আবু সায়ীদ ( রা . ) বর্ণনা করেছেন যে , আমি রসুলুল্লাহ ( সা . ) কে বলতে শুনেছি যে , তােমাদের মধ্যে যে কেউ ( ধর্ম ও নৈতিকতা বিরােধী ) অন্যায় কর্ম দেখে , তাহলে তার উচিত সে যেন নিজের হাতে তা পরিবর্তন করে দেয় ।
কিন্তু এর সামর্থ্য না থাকলে সে যেন কথার দ্বারা তা সংশােধনের চেষ্টা করে । আর যদি সে এতেও অসমর্থ হয় , তাহলে অন্তত নিজ অন্তরে এর প্রতি ঘৃণা পােষণ করে এবং দোয়ার দ্বারা তার সংশােধন কামনা করে ) এবং ( জেনে রাখ ) , এটি সর্বাপেক্ষা দুর্বল প্রকৃতির ঈমান ।