আন ওমারাব নুলখাত্তাব কালা সামেতু রাসুলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইয়াকুলু ইন্নামাল আমালু বিন নীয়াতি ওয়া ইন্নামা লি – কুল্লিমরিইম মা নাওয়া । ( বুখারী )
হযরত ওমর ইবনুল খাত্তাব ( রা . ) হতে বর্ণিত হয়েছে যে , আমি রসূলুল্লাহ ( সা . ) – কে বলতে শুনেছি যে , নিয়্যত বা উদ্দেশ্য দ্বারাই কর্ম নির্ধারিত হয় । আর প্রত্যেকেই তার নিয়্যত অনুযায়ী কর্মফল বা প্রতিদান পাবে ।