বরগুনার আমতলীতে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মতিয়ার রহমান এর উপরে সশস্ত্র হামলা হয়েছে। গত ৬ মার্চ রাত সারে এগারোটায় পৌর সভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মিজান এর মুমূর্ষু মাকে দেখে ফিরে আসার পথে এ সশস্ত্র হামলা হয়েছে। এ বিষয়ে মেয়র প্রার্থী মতিয়ার রহমান বলেন,পৌর শহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আমার এক কর্মীর মুমূর্ষু মাকে দেখে ফিরে আসার সময়ে আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজমুল আহসান নান্নুর ক্যাডার সোহেল গাজী ও নয়ন মৃধার নেতৃত্বে শতাধিক সশস্ত্র ক্যাডার নিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্য এ হামলা চালায়। ঘটনা জানতে পেরে আমতলী থানা পুলিশ ও ডিবি পুলিশ গিয়ে উদ্ধার করে। এ সনয় নয়ন মৃধা নামের এক সশস্ত্র ক্যাডারকে গ্রেফতার করে।এ রিপোর্ট লেখার সময়ে ঘটনা শুনে ৪,৫ নং ওয়ার্ডের নারীরা মেয়রকে দেখার উদ্দেশ্য তার বাসায় আসার পথে নারীদের উপর কামাল আকনের নেতৃত্বে হামলা চালানো হয়।হামলার স্বীকার ভুক্তভোগী নারীরা বলেন আমরা পৌরসভভায় বসবাস করতে পারবোনা।