পবিত্র রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তৎপরতা বাড়াতে র‍্যাব  সদস্যদের প্রতি নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কিশোর গ্যাং, মাদক এবং ঈদকে সামনে রেখে জালটাকার বিস্তার ঠেকাতে র‍্যাব কে আরো কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। সকালে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। একই সঙ্গে বিদেশি পরাশক্তির স্যাংশানের হুমকিতে মনোবল না হারাতে ‍র‌্যাব সদস্যদের অভয় দিয়ে শেখ হাসিনা বলেন, যারা মানুষের নিরাপত্তা দেয়; তাদের ওপর নিষেধাজ্ঞা দেবে অন্য দেশ, এটি মেনে নেয়া যায় না। স্যাঙ্কশন কখনো একতরফা হয়না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তারা পারলে আমরাও স্যাংশান দিতে পারি৷ জঙ্গি দমন করে র‍্যাব , দেশে শান্তি ফিরিয়েছে উল্লেখ করে সরকার প্রধান জানান জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ-সন্ত্রাস মোকাবিলায় র‍্যাব  এর কার্যকর ভূমিকা সব মহলের প্রশংসা কুড়িয়েছে। দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য, আমাদের দেশে বিরোধী দল রাজনীতির নামে সন্ত্রাসে লিপ্ত হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ দেশে দোষ চাপানোর রাজনীতি চলে মন্তব্য করে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নাশকতায় জড়িতদের সনাক্ত করার ক্ষেত্রে র‍্যাবের ভূমিকার প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী