বাংলাদেশের জলবায়ু ও অবকাঠামোগত খাতে বিনিয়োগে আগ্রহী এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক-এআইআইবি। সকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানিয়েছেন এআইআইবির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র। সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।। সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, জলবায়ু ও অবকাঠামোগত খাতে তারা যুক্ত হতে আগ্রহী এনআইআইবি। সৌজন্য সাক্ষাতে রজত মিশ্র জানন বাংলাদেশে জলবায়ু খাতে বিনিয়োগ করলে এটিই হবে তাদের প্রথম বৈশ্বিক জলবায়ুতে অর্থায়ন। এসময় অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, দেশের অবকাঠামোগত খাতে এনআইআইবি বেশি আগ্রহী। এতে বাংলাদেশেরও আপত্তি নেই বলে জানান অর্থসচিব। এনআইআইবিকে বাজেট সাপোর্ট প্রোগ্রাম আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬