আন জাবিরিন কৃালা কৃালা রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উতিতু খামছান লাম ইউতাহুন্না আহাদুন কাবলি নুসিরতু বির রােবি মাসিরাতা শাহরিন ওয়া জুইলাত লিয়াল আরজু মাসজিদাও ওয়া তাহুরা ওয়া উহিল্লাৎ লিয়াল গানাইমু ওয়া লাম তাহিল্লা লিআহাদিন কাবলি ওয়া উতিতুশ শাফাআতা ওয়া কানান্নাবিয়ু ইউবআছু ইলা কাওমিহি খাচ্ছাতান ওয়া বুইছতু ইলান নাসি আম্মাতান । ( বুখারী )

হযরত জাবের ( রা . ) হতে বর্ণিত হয়েছে যে , রসুলে করিম ( সা . ) বলেছেন ,

আমাকে আল্লাহ এমন পাঁচটি বিষয় দান করেছেন যা আমার পূর্বে অপর কোন নবীকে দান করা হয় নাই ।

প্রথমতঃ আমাকে এক মাসের দূরত্ব পরিমাণ এলাকার উপর প্রভাব বিস্তারের ক্ষমতা দেয়া হয়েছে ।

দ্বিতীয়তঃ সমস্ত জমিনকে আমার জন্য মসজিদ ও পবিত্র করা হয়েছে ।

তৃতীয়তঃ মালে গণিমত ( যুদ্ধলব্ধ মাল ) আমার জন্য হালাল করা হয়েছে ( এটি আমার পূর্বে কখনও আইনসিদ্ধ ছিল না ) ।

চতুর্থত ও আমাকে আল্লাহর কাছে শাফায়াত করার অধিকার দেয়া হয়েছে ।

পঞ্চমত ও আমার পূর্ববর্তী নবীগণকে বিশেষ জাতির জন্য প্রেরণ করা হয়েছিল , কিন্তু আমাকে সমগ্র বিশ্ব মানবের জন্য প্রেরণ করা হয়েছে ।