সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরো বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে ডিসি সম্মেলনে। সকালে প্রতিরক্ষা মন্ত্রনালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে জেলা প্রশাসকদের বৈঠকে মিয়ানমার পরিস্থিতি, সামরিক হেলিকপ্টার ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক। ডিসি সম্মেলনের তৃতীয় দিনে মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রতিরক্ষা মন্ত্রনালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে বৈঠক হয় সারাদেশ থেকে আসা জেলা প্রশাসকদের। বৈঠকে সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরো বাড়াতে উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। তিনি জানান, জেলা প্রশাসকরা সিভিল প্রশাসনের প্রয়োজনে সামরিক হেলিকপ্টারের ব্যবহার বাড়ানোর প্রস্তাব করেছেন।মিয়ানমার পরিস্থিতি এবং বাংলাদেশ সীমান্তে এর প্রভাব নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বলেছেন, কারো অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ না করলেও যেকোন পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। যেকোন দূর্ঘটনা, উদ্ধার বা বাজার স্থিতিশীল রাখার মত বিষয়গুলোতে বেসামরকিক প্রশাসনের সাথে সামরিক প্রশাসন কাজ করতে প্রস্তত বলেও জানান তিনি। সাম্প্রতিক বিভিন্ন আগুনের ঘটনা দূর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনার তদন্ত শেষে মামলা হলে তা দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, রাজাকারদের তালিকা তৈরির কাজ এগিয়ে চলেছে।সকালে ডিসি সম্মেলনে এসব কথা জানান তারা। সকালে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় ও আইন মন্ত্রনালয়ের সাথে আলোচনা বসেন জেলা প্রশাসকরা। সেখানে সারাদেশের মামলা জট দ্রুত শেষ করতে জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছেন আইনমন্ত্রী। এসময় তিনি বলেন, বাজারে কারসাজি করলে বিশেষ আইনে ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে মুক্তিযোদ্ধ মন্ত্রী জানান, সারাদেশে তার মন্ত্রনালয়ের কাজগুলো দ্রুত এগিয়ে নিতে জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছেন তিনি। পরে তথ্য এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রনালয়ের সাথে আলোচনায় বসেন জেলা প্রশাসকরা। এসময় অনলাইনে গুজব প্রতিরোধ করনীয় বিষয়ে ডিসিদের নানা দিক নির্দেশনা দেয়া হয়।- মুক্তিযুদ্ধ মন্ত্রী ও আইনমন্ত্রীG