পাট শিল্পকে বাঁচাতে হলে মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করার বিকল্প নেই বলে মনে করছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। একই সঙ্গে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ে তার মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পাট দিবস উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, রমজানের পর পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিতের জন্য বাজারে নজরদারি বাড়াবে তাঁর মন্ত্রণালয়। তিনি বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পলিথিনের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলেও জানান, জাহাঙ্গীর কবির নানক। পাট দিবসের আয়োজন নিয়ে মন্ত্রী জানান,পাট দিবস উপলক্ষে বুধবার থেকে সব বিভাগীয় শহর ও পাটসমৃদ্ধ জেলায় মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আগামী ১৪ থেকে ১৬ মার্চ তিন দিনব্যাপী পাট প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে বলে জানান বস্ত্র ও পাটমন্ত্রী।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬