চট্টগ্রাম কক্সবাজার পটিয়ার বাইপাস সড়কে কাভার ভ্যান বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন আরো ৭ জন। ঘটনাটি ঘটে সোমবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার ভাটিখাইন বাইপাস সড়কে এলাকায়। নিহত যুবকের নাম মো: ইসলাম বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিমেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় নিহতের ভাই ওসমান মিয়া বাদী হয়ে হাইওয়ে পুলিশের মাধ্যমে পটিয়া থানায় একটি মামলা দায়েরের করা হয়েছে। দুঘর্টনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়।