ডিসি সম্মেলনের অর্থমন্ত্রী বলেন: অর্থনীতি সঠিক পথেই আছে। সব সূচকেই ভাল করছে বাংলাদেশের অর্থনীতি। এমন দাবি করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দুঃচিন্তার কিছু নাই। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসকদের সঙ্গে মতবিনিময়ের পরে তিনা জানান, আর সবকিছুর মত অর্থনীতি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। মাঠ পর্যায়ে জনগনের কাছে এ নিয় সঠিক চিত্র তুলে ধরতে জেলাপ্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি। এসময় সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আরো মনোযোগি হতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। ৪দিনের জেলাপ্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনে সকাল থেকে বেসামরিক বিমান, ধর্ম, সংস্কৃতি, অর্থ, পরিকল্পনাসহ আরো বেশকিছু মন্ত্রনালয়ের সঙ্গে আলোচনা হয় ডিসিদের। আজ সারাদিনে আরো বেশ কিছু মন্ত্রনালয়ের মন্ত্রী ও দায়িত্বশীলদের সাথে আলোচনা করবেন তারা। -অর্থমন্ত্রী
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬