চট্টগ্রামে আগুন অদ্য: ০৪/০৩/২০২৪ খ্রি: সময়: ১৫/৫৫ ঘটিকা। স্থান: মৌজারটেক, চট্টগ্রাম। ঘটনা: এস আলম সুগার মিলের গোডাউনে আগুন। কার্যক্রম: কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে ২টি, চন্দনপুরা থেকে ২টি, কালুরঘাট থেকে ২টি, আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১টি মোট ৭টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি।
এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের একটি গুদামে রাখা ১ লাখ টন অপরিশোধিত চিনি পুড়ে গেছে।
তথ্য: ব্রাজিল, আর্জেন্টিনা ও থাইল্যান্ড থেকে চিনির কাঁচামাল এনে পরিশোধন করা হয় দুইটি প্লান্টে। এর মধ্যে প্লান্ট ১ এর উৎপাদন ক্ষমতা দৈনিক ৯০০ টন, প্লান্ট ২ এর উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ টন।
এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক বলেন, “এস আলম সুগার মিলের গোডাউনে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”