বেইলি রোড ট্র্যাজেডি: তদন্ত কমিটি করে দিলেন হাইকো: রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ শপিং মলে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। ঢাকার আবাসিক ও বাণিজ্য ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি গঠনের এই নির্দেশ দিয়েছেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ। এ সংক্রান্ত দুটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার রুলসহ এ আদেশ দেন উচ্চ আদালত। বেইলি রোডের অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করতেও ৭ সদস্যের এই কমিটিকে কাজ করতে বলা হয়েছে। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৭ সদস্যের এই কমিটিতে আরো থাকবে পুলিশের মহাপরিদর্শক, রাজউক, ফায়ার সার্ভিস, বুয়েটের বিশেষজ্ঞ ও দুই সিটি করপোরেশনের প্রতিনিধি। ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা তদন্ত করে ৭ সদস্যের এই কমিটিকে আগামী ৪ মাসের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া হাইকোর্ট ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে ফায়ার সার্ভিসের নোটিশ ভালোভাবে দেখা যায়, এমনভাবে টাঙানোর নির্দেশ দিয়েছেন। অ্যাডভোকেট অমিত দাশ গুপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল