গাজীপুরের কালীগঞ্জে ৫ম বারের মত সংসদ সদস্য হওয়ায় সংবধর্না জানান উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার(২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সভাপতিত্বে সংবধর্ণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের প্রিয় নেতৃকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বক্তব্য রাখতে গিয়ে তিনি নির্বাচনে পরাজয়ের কথা স্বীকার করে বলেন, আমাদের কিছু ভুলের কারনে আমরা হেরেছি। তাইবলে বসে থাকলে কাজ হবেনা, প্রতিটি ইউনিয়নে মিটিং করে ভুলসংশোধন করবেন, সংগঠনকে শক্তিশালী করতে হবে।অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এড মাকসুদুল আলম, বাহদুশাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমদসহ অনেকে বক্তারা বলেন, ষড়যন্ত্রের কাছে আমাদের প্রিয়নেত্রী হেরে গেছেন। বাংলাদেশের আওয়ামি লীগকে মেহের আফরোজ চুমকি এমপি আপার নিয়ন্ত্রণে থাকবেন। আমাদের নেতাকর্মী সমর্থকদের নানাভাবে ভয়ভীতি হুমকি দেয়া হচ্ছে।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬