চট্টগ্রামের পটিয়ায় অটো টেম্পো পরিবহন শ্রমিক সমবায় সমিতির সমাবেশ ২৮ ফেব্রুয়ারী বুধবার সন্ধায় সালাম আর্কেডিয়া কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি জামশেদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক খোরশেদুল আলম এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম, , প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি.এম. জমির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা ওহিদুল্লাহ কালু, সোহেল ইমরান, বক্তব্য রাখেন টেম্পো সমিতির সহ সভাপতি মো: ইলিয়াছ, অর্থ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো: হারুন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সদস্য মোস্তাফা কামাল, মোহাম্মদ করিম, পৌর শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, মোহাম্মদ মাসুদ, মো: আলমগীর, আলী আকবর, যুবলীগ নেতা মো: আরিফ, বেলাল হোসেন, আবদুল খালেক প্রমুখ।– সভায় বক্তারা বলেন, শিকলবাহা হাইওয়ে ক্রসিং পুলিশ পরিবহন শ্রমিকদের নানাভাবে মামলা দিয়ে হয়রানি ও চাঁদাবাজি করছে। এ-সব এবিষয়ে সমিতির নেতারা সাইফুজ্জমান চৌধুরী জাবেদ এমপি ও পটিয়ার এমপি ও মোতাহারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম পুলিশ সুপারের হস্তক্ষেপ হস্তক্ষেপ কামনা করেছেন।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬