গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি অদ্য ১৭ই ফাল্গুন ১৪৩০/০১ র্মাচ ২০২৪ শুক্রবার ৭জন কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগদান করেছেন।

01.জনাব মো: শহীদুজ্জামান সরকার — পরিকল্পনা মন্ত্রণালয়।।

02. জনাব মো: আব্দুল ওয়াদুদ—পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।।

03.জনাব মো: নজরুল ইসলাম চৌধুরী–শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়।।

04. বেগম রোকেয়া সুলতানা—স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়।।

05. বেগম শামসুন নাহার—– শিক্ষা মন্ত্রণালয়।।

06. বেগম ওয়াসিকা আয়শা খান—-অর্থ মন্ত্রণালয়।।

07.বেগম নাহিদ ইজাহার খান— সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।।

রাষ্ট্রপতির আদেশক্রমে-মো: মাহবুব হোসেন ;মন্ত্রীপরিষদ সচিব।।