আন উমারাবনিল খাত্তাবি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়ামালাইকাতিহি ওয়াকুতুবিহি ওয়া রাসূলিহী ওয়াল ইয়াওমিল আখিরি ওয়া তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি । ( মুসলিম )
অর্থাৎ- হযরত ওমর ইবনে খাত্তাব ( রা . ) হতে বর্ণিত হয়েছে যে , রসুলে করিম ( সা . ) বলেছেন – ঈমান এই , তুমি বিশ্বাস স্থাপন কর আল্লাহর উপর , তাঁর ফেরেস্তাগণের উপর , তাঁর কিতাবসমূহ ও রসুলগণের উপর এবং পরকালের উপর । এ ছাড়াও বিশ্বাস কর তকদীরের ভাল মন্দের উপর ।