জামালপুর ইসলামপুর পৌরসভা বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে সময় মোশারফগঞ্জ মেধা শিখড় শিশু নিকেতন এর উদ্যোগে সাংস্কৃতিক ও বনভোজন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি বাবু রাজেশ কুমার পাল ( গুরুদাস) পরিচালক কনফিরেন্স চাইল কেয়ার স্কুল। সভাপতি মোঃ আতিকুর রহমান শাহিন পরিচালক মেধা শিখড় শিশু নিকেতন। বিশেষ অতিথি আনিসুর রহমান সাবেক অধ্যক্ষ ও পরিচালক মেধা শিখড় শিশু নিকেতন হানিফ উদ্দিন পরিচালক মেধা শিখর শিশু নিকেতন মুখলেসুর রহমান বাবলু মেধা শিখর শিশু নিকেতন। সহেল রানা পরিচালক মেধা শিখড় শিশু নিকেতন। জাহিদুর রহমান পরিচালক মেধা শিখড় শিশু নিকেতন আল রাজু রহমান ব্যবস্থাপনা পরিচালক আলো কৃষি উন্নয়ন ফাউন্ডেশন। মামুনুর রশিদ সাধারণ সম্পাদক ইসলামপুর প্রি ক্যাডেট এন্ড কিন্ডার গার্ডেন এসোসিয়েশন পরিচালক জিএম স্কুল এন্ড কলেজ। আমন্ত্রিত অতিথি রজব আলী মুলুক বিশিষ্ট ব্যবসায়ী মাশরাফগঞ্জ বাজার। শাফিউল হক সাবেক সভাপতি শিক্ষা নুরাগী। ফজলুর রশিদ কাউন্সিলর ৮ নং ওয়ার্ড ইসলামপুর পৌরসভা। সুহেল রানা পলাশ কাউন্সিলার ৯ নং ওয়ার্ড প্যানেল মেয়র ৩ ইসলামপুর পৌরসভা। সানাউল্লাহ ছানা সমাজ সেবক ও শিক্ষা নুরাগী মাহফুজুর রহমান সমাজ সেবক । আখতারুজ্জামান সমাজ সেবক নজরুল ইসলাম সাবেক সিনিয়র শিক্ষক মেধা শিখড় শিশু নিকেতন আলমাছ হোসেন সমাজ সেবক চান মিয়া বিশিষ্ট ব্যবসায়ী মোশারফগঞ্জ বাজার। সার্বিক তত্ত্বাবধানে মোঃমীর আসাদুজ্জামান অধ্যক্ষ মেধা শিখড় শিশু নিকেতন সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম পরিচালক মেধা শিখড় শিশু নিকেতন সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিতিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়,,
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬