বরগুনার আমতলীতে বাংলাদেশ কৃষি ব্যাংক এর আয়োজনে “ব্যাংকার-গ্রাহক সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২৮শে ফেব্রুয়ারী কৃষি ব্যাংক আমতলী শাখা মিলনায়তনে ব্যাবস্হাপক মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যাবস্হাপক (বরিশাল বিভাগ) মোহাঃ গোলাম মাহবুব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আবু মাহমুদ বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, মোঃ মোশাররফ হোসেন মুখ্য আঞ্চলিক ব্যাবস্হাপক,মোঃ রায়হান রুবেল আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা।মতবিনিময় সভায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গ্রাহকগণ বক্তব্য রাখেন।