টমেটো কি সবজি নাকি ফল প্রশ্ন টা সামনে আসলে অনেকের ভ্রু কুচকে উঠতে পারে , এটা কেমন প্রশ্ন ? সালাদের অপরিহার্য অংশ এই টমেটো কে ফল হিসেবে চিন্তা করতেও অনেকের মনে হাজারো প্রশ্ন এবং দ্বিধার জ্ন্ম নেওয়া টা খুব স্বাভাবিক হলেও বোটানীর সংগা অনুসারে টমেটো কে মূলত ফল হিসেবেই ধরা হয়ে থাকে
বোটানিক্যাল ফলের সংগা অনুসারে একটি ফল এ অন্তত একটি বীজ থাকবে এবং গাছের ফুল থেকে বৃদ্ধি পাবে। এই সংজ্ঞাটি মাথায় রেখে, টমেটোকে ফল হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় কারণ এতে বীজ থাকে এবং টমেটো গাছের ফুল থেকে জন্মায়।
তবে স্বাদ এবং দৈনন্দিন জীবনের খাবারের তালিকাতে অবস্থানের ভিত্তিতে দিক থেকে এটি কে সবজি হিসেবে ও দেখা হয়ে থাকে
ছবি সূত্র – গুগল