:: মৃত্যুর সংখ্যা ::
*ডিএমসিতে ৩৩ জন।
বার্ণ ইউনিটে ১০ জন।
পুলিশ হাসপা: ০১ জন।
**চৌধুরী আবদুল্লাহ আল মামুন আইজিপি, জানিয়েছেন মোট ৪৪ জন মারা গিয়েছেন
** পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
সভাপতি : লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স);
সদস্য সচিব : জনাব মোঃ ছালেহ উদ্দিন, উপপরিচালক, ঢাকা বিভাগ, ঢাকা;
সদস্য :
সংশ্লিষ্ট জোনের ডিএডি,
সিনিয়র স্টেশন অফিসার এবং
ওয়ারহাউজ ইন্সপেক্টর
** মৃত্যুর মিছিলের মধ্য, এডিশনাল ডিআইজি নাসিরুল ইসলামের মেয়ে বুয়েটের ম্যাকনিকাল বিভাগের প্রথম বর্ষের ছাত্রী লামিসা ইসলাম ও ত্রিপল ই বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাহিয়ান মৃত্যু নিশ্চিত করেছেন স্বজনরা।।
** ঢামেকে ৩৩জন ও বার্ন ইনস্টিটিউটে ১০জন + পুলিশ হাসপাতাল#১জন ## ৪৪ জন।।
** ঢাকা মেডিকেলে নারী শিশুসহ এখন পর্যন্ত ৪৪ জনের মরদেহ আনা হয়েছে। নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী
আগুন
২৯/০২/২৪ খ্রি:
সংবাদ প্রাপ্তি সময়: ২১-৫০ ঘটিকা।
পৌঁছনোর সময়: ২১-৫৬ ঘটিকা।
স্হান: বেইলি রোডস্থ কাচ্চি ভাই রেস্টুরেন্ট-এ আগুন।
কার্যক্রম :12 টি ইউনিট কাজ করছে।