২৮/০২/২০২৪ইং, পরিদর্শনকৃত প্রতিষ্ঠানের সংখ্যা: মোট ১০ টি।
১) কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক, ইকবাল রোড, মোহাম্মদপুর….বন্ধ ঘোষনা করা হয়েছে।
২) Bangladesh Specialised hospital, Shyamoli…..All are Ok. শুধু তথ্য কর্মকর্তার নাম ও ছবি টানাতে বলা হয়েছে।
৩)ইসলাম ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী…..কালার কোডেড বিন সঠিক না থাকায় মৌখিকভাবে সর্তক করা হয়েছে।
৪) হাইকেয়ার অর্থোপেডিক্স ও জেনারেল হাসপাতাল, শ্যামলী….বিভিন্ন অনিয়মের কারনে শোকজ করতে হবে।
৫) এসবিএফ কিডনি কেয়ার সেন্টার, শ্যামলী….Full time Nephrology consultant নিয়োগ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে(Part time consultant আছে)
৬) ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী….ডায়াগনস্টিক ল্যাব বন্ধ ঘোষনা করা হয়েছে।
৭। উত্তরা হাই কেয়ার হাসপাতাল। হাইকেয়ার নিউরো ও কার্ডিয়াক হাসপাতাল লাইসেন্স না থাকার জন্য বন্ধ ঘোষণা।
৮। লুবানা হাসপাতাল
৯। উত্তরা ল্যাব এইড ডায়াগনস্টিক
১০। উত্তরা ইবন সিনা ডায়াগনস্টিক


ডাঃ মঈনুল আহসান
পরিচালক হাসপাতাল ও ক্লিনিক
স্বাস্থ্য অধিদপ্তর