বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাহসিকতা, ধৈর্য্যের সাথে দায়িত্ব পালন করে
জনগনের জানমাল রক্ষা করেছে পুলিশ। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
পুলিশ বাহিনী এখন আরো বেশি আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে উঠেছে।
সকালে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় তিনি সারা দেশের পুলিশের বিভিন্ন কন্টিনজেন্টের মনোমুগ্ধকর প্যারেড পরিদর্শন অভিবাদন গ্রহণ করেন। এসময় সাহসিকতা, বীরত্ব ও দক্ষতা প্রদর্শনের জন্য ৪০০ জন পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতির পুলিশ পদক পরিয়ে দেন প্রধানমনান্ত্রী। প্রধানমন্ত্রী এসময় বলেন,
দুষ্টের দমন ও শিষ্টের পালন করে পুলিশ বাহিনীকে দেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে। জঙ্গীবাদ, দূর্নিতি ও মাদকের বিরুদ্ধে কঠোর হতে পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী।