মার্চ থেকে বিদ্যুতের দাম বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মার্চ থেকে তেলের দামও ডায়নামিক প্রাইসিং এএ যাচ্ছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিং এ তিনি জানান, প্রতি ইউনিটে সর্বনিম্ন ৩৪ পয়সা এবং ব্যবহারের ওপর সর্বোচ্চ ৭০ পয়সা বাড়ছে বিদ্যুতের দাম। ২/১ দিনের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। এদিকে মার্চ থেকে জ্বালানি তেলের দামও সমন্বয়ে যাচ্ছে সরকার। এখন থেকে আন্তর্জাতিক বাজারের সাথে তেলের দাম সমন্বয় করা হবে। প্রতিমন্ত্রী জানান, এ বছর বিদ্যুতে ৪৩ হাজার কোটি এবং জ্বালানিখাতে ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। ধীরে ধীরে ভর্তুকি থেকে বের হয়ে আসতে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম নিয়মিত সমন্বয় করা হবে জ্বানিয়ে তিনি বলেন, এ উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে আবাসিক বা শিল্পখাতে গ্যাসের দাম বাড়ছে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তবে বিদ্যুুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়বে।