প্রেস রিলিজ* *বিমান স্টাফ, ভারতীয় বিমান বাহিনীর প্রধানের সফর* এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী, পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, ফাওসি, পিএসসির আমন্ত্রণে তিন দিনের সফরে ২৬ শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ঢাকায় আসেন। , বাংলাদেশ বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর প্রধানের সঙ্গে তিন সদস্যের প্রতিনিধি দল রয়েছে। ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনজন সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন। সফরকালে তিনি বিএএফের প্রধান বিমান ঘাঁটিও পরিদর্শন করবেন। ভারতীয় বিমান বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন। ভারতীয় বিমানবাহিনীর প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।
PRESS RELEASE
VISIT OF CHIEF OF THE AIR STAFF, INDIAN AIR FORCE
Air Chief Marshal VR Chaudhari, PVSM, AVSM, VM, ADC, arrived at Dhaka on 26 Feb 2024 for a three day visit at the invitation of Air Marshal Shaikh Abdul Hannan, BBP, BUP, nswc, fawc, psc the Chief of Air Staff, Bangladesh Air Force. The Indian Air Force Chief is accompanied by a three member delegation team.
The Indian Air Force Chief is scheduled to pay courtesy calls on the Hon’ble Prime Minister of Bangladesh, all three Service Chiefs and meet other senior officers from the Bangladesh Armed Forces. He will also be visiting major BAF air bases during the course of his visit. The Indian Air Force Chief would also be paying tribute to the members of the Bangladesh Armed Forces, who made the supreme sacrifices during the Liberation War of 1971 by laying wreath at the altar of Shikha Anirban in Dhaka Cantonment.
Visit of the Indian Air Force Chief will further strengthen the close and friendly ties existing between the Armed Forces of the two countries.