নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন অধ্যায় শুরু করতে আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বৈদেশিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার রাতে বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। নির্বাচন বা সাম্প্রতিক রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।
বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাউন্সিলের ডিরেক্টর এলিন লাউবাকের, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়াও সরকারের পক্ষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ছিলেন।