দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন গজল সঙ্গীতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ উদাস, বয়স হয়েছিল ৭২ বছর।  বোম্বাইয়ের একটি হাসপাতালে বেলা ১১ঃ০০ টার সময় না ফেরার দেশে চলে গেলেন তিনি। গজল শিল্পী হিসেবে জগৎ বিখ্যাত ছিলেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করা হয়।।

রাজকোটের কাছে অবস্থিত চারখাদি নামের একটি ছোট্ট শহরে ১৯৫১ সালের ১৭ মে পঙ্কজ উদাসের জন্ম।

নাশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসাফার’-এর মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তার ঝুলিতে। জগজিৎ সিং-কে বলা হয় ‘গজল সম্রাট’। আর সংগীতপ্রেমীদের কাছে ‘গজল কিং’ পঙ্কজ উদাস। 

পঙ্কজ উধাস একজন গজল গায়ক, তিনি ভারতের গুজরাতের বাসিন্দা। ১৯৮০ সালে আহত শিরোনামের একটি গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন এবং পরে ১৯৮১ সালে মুকারার, ১৯৮২ সালে তারান্নুম, ১৯৮৩ সালে মেহফিল, ১৯৮৪ সালে রয়্যাল অ্যালবার্ট হলে পঙ্কজ উধাস লাইভ, ১৯৮৫ সালে নয়াব এবং ১৯৮৬ সালে আফরিনের মতো অনেকগুলি হিট রেকর্ড করেছিলেন। তথ্যসূত্র উইকিপিডিয়া।।

সঙ্গীত জগতে অবদানের জন্য অজস্র সম্মান ও পুরস্কার পেয়েছেন প্রয়াত শিল্পী। ২০০৬ সালে ভারত সরকারের তরফে চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার, পদ্মশ্রী সম্মানে ভূষিত হন গায়ক।

পঙ্কজ উদাসের মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীতের দুনিয়ায়। সোনু নিগম ইনস্টাগ্রামে শোকপ্রকাশ করে লেখেন, ‘আমার ছেলেবেলার অন্যতম জরুরি অংশ, আজ হারিয়ে ফেললাম। পঙ্কজ উদাসজি আপনাকে খুব মিস করব। আমার হৃদয় কাঁদছে। পাশে থাকার জন্য ধন্যবাদ, ওম শান্তি’।