দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ৫০ মহিলা সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম-ঠিকানাসহ ৫০ জনের তালিকা মঙ্গলবার গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।
রোববার ছিল এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকাল ৪টায় নির্ধারিত সময় পর্যন্ত ৫০ প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে জানান রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব মনিরুজ্জামান তালুকদার।
তিনি বলেন, “সংরক্ষিত নারী আসনে ৫০ জনের মনোনয়নপত্র আগেই বৈধ ঘোষণা করা হয়েছিল। একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জামিনে মুক্তি পেয়ে বিএসএমএমইউ হাসপাতালের প্রিজন সেল থেকে বের হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
দাগী অপরাধী, নন-বাংলাদেশি ও রোহিঙ্গাদের অবৈধভাবে জন্ম সনদ, NID, passport বানিয়ে দেয়া শক্তিশালী চক্র শনাক্ত: বিপুল ডকুমেন্টস, আনসার সদস্য, রোহিঙ্গা নারী – পুরুষ ও দালালসহ ২৩ জন গ্রেফতার।।
দুদকের মামলায় দণ্ডিত পি কে হালদারের দুই সহযোগী সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধার জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
প্রধানমন্ত্রী জো বাইডেনের চিঠির জবাবে যে চিঠি দিয়েছেন, সেটা মার্কিন প্রতিনিধি দলকে হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী
২৭ ফেব্রুয়ারি বিআইসিসি আগারগাঁও এ জাতীয় বস্ত্র দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। অনুষ্ঠানে বস্ত্রখাতের উন্নয়ন, উৎকর্ষতা সাধন, বস্ত্র শিক্ষার সম্পোসারণ ও রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা রাখায় ১১টি অ্যাসোসিয়েশন ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেয়া হবে। ৪ ডিসেম্বর প্রতি বছর জাতীয় বস্ত্র দিবস পালন হলেও জাতীয় নির্বাচনের জন্য দিবসের কোন অনুষ্ঠানের আযোজন করা হয়নি। এবার দিবসের প্রতিপাদ্য স্মার্ট টেক্সটাইলে সসমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ।
বস্ত্র ও পাটমন্ত্রী
মুরাদ হোসেন সরকার নামে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানব বন্ধন করেছে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষার্থীরা।
দুপুরে, আজিমপুরে, স্কুলের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে স্লোগানে অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ দাবি করেন তারা। এসব তার অনৈতিক কাজে শিক্ষার্থীরা নিরাপদ নয় শিক্ষাপ্রতিষ্ঠানে বলে অভিযোগ আনা হয়।
তদন্ত কমিটির তথ্য অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়া যাওয়ায় সেই শিক্ষককে গতকাল ভিকারুননিসার প্রধান শাখায় স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডে শিফটের শাখা প্রধান শাবনাজ সনিয়া কামাল। তবে শিক্ষার্থীদের দাবি ট্রান্সফার নয় বরখাস্ত করা হোক তাকে। অন্যথায় আইনি ব্যবস্থা নিতে পরবর্তী কর্মসূচিতে যাবেন তারা। দাবি পূরন না হওয়া পর্যন্ত স্কুলের সামনের অবস্থান নেবেন তারা।।