প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নওগাঁ মান্দায় ১৪ নং বিষ্ণুপুর ছোট পাড়ই টঙ্গী এলাকায় সরকারি আইন অমান্য করে, প্রায় ৬ বিঘা ফসলি জমি কেটে পুকুর খনন করছে প্রভাবশালী ব্যক্তি মৃত গয়েস শাহর, ছেলে মোশাররফ হোসেন মন্টু শাহ গংরা , ওই এলাকার কিছু সচেতন ব্যক্তির তথ্যে, সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহ করতে সরে জমিনে সংবাদ তথ্য করতে গেলে দেখা যায় প্রায় ছয় বিঘা ফসলি জমি কেটে পুকুর নির্মাণ করা হচ্ছে ভেকু মেশিন দিয়ে, শুধু তাই নয় কাকড়া দিয়ে রাস্তা নষ্ট করে বিক্রয় করা হচ্ছে মাটি, একই এলাকার বাবুল হোসেন ছেলে রাজু আহমেদ ও ও কালিকাপুর গ্রামের ইব্রাহিম হোসেন ওই পুকুরে চার ধারে মাটি খনন করার কন্টাক নিয়ে তারা মাটি কাটছে এবং বিক্রয় করছে, এই বিষয়ে ডিসি অফিস থেকে পারমিশন নিয়ে পুকুর খনন করা হচ্ছে কিনা জানতে চাইলে তারা সংবাদ কর্মীকে নেতা কর্মীর ভয়ভীতি দেখায়, এবং আরো বলেন আমাদের কোন অফিস থেকে কোন কাগজপত্র প্রয়োজন নেই। এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার লাইলা আঞ্জুমান এর মোটো ফোনে কথা বলার চেষ্টা করলে ফোন রিসিভ না হওয়ার কারণে এ বিষয়টি জানানো সম্ভব হয়নি। পরে পাঁজর ভাঙ্গা স্থানীয় ভূমি অফিসের নায়েব মোসাম্মৎ মাসুদা পারভীনের সঙ্গে কথা বললে তিনি বলেন, ওখানে পুকুর খনন করা হচ্ছে কিনা আমরা জানিনা আপনাদের মাধ্যমে জানলাম আমি ঘটনাস্থল লোক পাঠিয়ে ওখানকার ছবি সংগ্রহ করে U N O স্যারকে জানাবো।