এবার চার ধাপে উপজেলা পরিষদ ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার প্রথমটি হবে আগামী ৪ মে।এরপর ১১ মে দ্বিতীয়, ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে ।চতুর্থ ধাপে মান্দা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে । আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন ডাঃ মাহফুজুর রহমান নয়ন । ডাঃ মাহফুজুর রহমান (নয়ন) সাংগঠনিক সম্পাদক: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নওগাঁ জেলা শাখা ও সাবেক সভাপতিঃ সহ সভাপতি, যুগ্ন আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগ পাবনা মেডিকেল কলেজ। ও ১৪ নং বিষ্ণুপুরের সাবেক চেয়ারম্যান মরহুম মখলেসুর রহমান এর ছেলে । ডাঃ মাহফুজুর রহমান (নয়ন) বলেন রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি দ্বিতীয় বার ভাবব না।রাজনীতি করতে হলে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থেকেই রাজনীতি করতে হবে। রাজনীতি ও জনপ্রতিনিধি একে অন্যের পরিপূরক। আমি মান্দা উপজেলাবাসীর কল্যানে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিন ।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬