জনগণের জন্য বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দেয়া হয়েছে, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, ‘সাউথ এশিয়ান কন্সটিটিউশনাল কোর্ট, লেসন ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন,
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রায় সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য বাংলায় অনুবাদ করার ব্যবস্থা নেয়ায় সুপ্রিম কোর্ট প্রশাসনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী সংসদ একটি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পর্যাপ্ত যন্ত্রপাতি ও সুযোগ সুবিধা না থাকলে কোন ক্লিনিক বা হাসপাতালে কাজ করবেন না।
সচেতনতার সাথে চিকাৎসা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে- চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রী

দলীয় সিদ্ধান্ত যাই হোক তৃণমুলের অস্তিত্ব রক্ষায় বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নেবে- ওবায়দুল কাদের

বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার এখন বিএনপির উপর দায় চাপাচ্ছে।

শনিবন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মলনে তিনি বলেন, প্রতিটি পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এ অবস্থায় নিম্ন আয়ের শুধু নয়, মধ্যবিত্তরাও চরমতমভাবে অসহায় হয়ে পড়েছেন। চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না মানুষ। আর সিন্ডিকেট সরকার উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে। সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন দ্রব্যমূল্যের ঊর্ধগতির দায়ও চাপাচ্ছে বিএনপির ওপর। রিজভী বলেন, গতকাল গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার উৎখাতে আন্দোলনকারীদের তাদেরও কিছু কারসাজি আছে। উনার এ ধরণের কথা বলার অর্থ তার স্বেচ্ছাতন্ত্র পচে গলে বিকৃত হয়ে গেছে। এ কারণে তিনি হাস্যকর মিথ্যাচার করছেন। তিনি স্বীকার করে নিয়েছেন দ্রব্যমূল্য বেড়েছে সীমাহীন। বিএনপির এই নেতা বলেন, নিজেদের ব্যর্থতা, লুটপাট—চুরি—চামারী করে সেই অপকর্মের দায় নির্লজ্জের মতো বিএনপির ঘাড়ে চাপিয়ে দেয়ার অভ্যাস তাদের পুরানো।