মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন‌ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক ডিরেক্টর এলিন লাউবাকের, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরো অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আফরিন আক্তার বৈঠকে যোগ দেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য আমীর‍ খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন বৈঠকে। প্রায় সোয়া এক ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে এসে কোন মন্তব্য করতে রাজি হননি কেউই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠক নিয়ে পূর্ব পরিকল্পনা ছিলো না। আমেরিকার প্রতিনিধি দলের আমন্ত্রণে বৈঠকে মিলিত হয়েছে বিএনপি।