ভাষার মাসে ২১ ফেব্রুয়ারি (বুধবার) রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে চির নিদ্রায় শায়িত হলেন, চৌদ্দগ্রাম পৌরসভার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং বারবার নির্বাচিত সাবেক চৌদ্দগ্রাম সদর (বর্তমানে পৌরসভা) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান, বার্ধক্যের শেষ প্রান্তে এসে চিরন্তন সত্য মৃত্যুকে আলিঙ্গন করে চলে যান চির বিদায়ের পথে। ২১ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৫০মিনিটে চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ গ্রহণ করেন, সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম বাহার, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, মোশাররফ হোসেন, নাইমুর রহমান মাছুমসহ উপজেলার আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামায়াত এর উল্লেখ যোগ্য নেতৃবৃন্দ ও এলাকার বিপুলসংখ্যক মুসল্লী। একইদিন কবরে চির নিদ্রায় শায়িত হন চৌদ্দগ্রাম পৌর এলাকার আর একজন বীর মুক্তিযোদ্ধা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রৌশন আলী মাষ্টার। তিনিও বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে ২১ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১টায় মরহুমের বাড়ির পাশের মসজিদের সামনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাবেক পৌর মেয়র মিজানুর রহমান, সাংবাদিক (জাতীয় দৈনিক ভোরের চেতনা) ইয়াছিন ফারুক ভূঁইয়া, (অপরাধ বিচিত্রা) মোঃ খোরশেদ আলম, দৈনিক আলোর সংবাদের আবদুল হক, আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ। দুজন বীর মুক্তিযোদ্ধাকে কবরস্থ করার পূর্বে রাষ্ট্রীয় কায়দায় জাতীয় পতাকায় আচ্ছাদিত করে বিয়ুগল বাজিয়ে শেষ বিদায়ী সম্মান জানানো হয়।
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬