দুই এক মাসের মধ্যে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণ সংশ্লিষ্ট প্রকল্পের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে ও যেখানে জাপান সহায়তা করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। সকালে সচিবালয়ে তার সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি’র সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। তথ্যপ্রযুক্তি খাতে মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জাপানের সহযোগিতা করছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া দেশের ডাক বিভাগকে আধুনিক করতে এবং সাইবার সিকিউরিটি বাড়াতেও জাপানের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরো বাড়াতে দুই দেশের যৌথ আয়োজনে দ্রুত একটি সামিট করা হবে। আর ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও মানুষের কল্যাণে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন দেশটির রাষ্ট্রদূত।
Related Posts
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬