মাদক মামলায় নিম্ন আদালতে চিত্রনায়িকা পরীমণির বিচার চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত বলেন, পরীমণির বাসায় যে লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড-এলএসডি ও ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া গেছে, সে বিষয়টি বিচারিক আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে নির্ধারিত হবে। তবে তার বাসায় বিদেশি মদ পাওয়ার বিষয়ে আদালত বলেন, পরীমণির মদ সেবনের লাইসেন্স এবং মদে অ্যালকোহলের মাত্রা কম থাকায়, মদ জব্দের বিষয়টি বাদ দিয়ে এই মামলার বিচার করতে হবে। মামলা বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমণির আবেদন নিষ্পত্তি করে আজ এ রায় দিলেন উচ্চ আদালত। ২০২১ সালের ৪ আগস্ট পরীমণির রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, এলএসডি ও আইস উদ্ধার করে র্যাব। এ মামলায় তিন দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন পরীমণি। ২৭ দিন জেল খাটার পর জামিনে কারামুক্ত হন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। সিনিয়র অ্যাডভোকেট জেড আই খান পান্না পরীমণির আইনজীবী
সাম্প্রতিক পোস্ট
-
আমরা জানতে চাই ইউটিউব চ্যানেল17-09-2024
-
সুস্থ থাকার সর্বোত্তম উপায় প্রতিরোধ17-09-2024
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১১
- ১১:৫৯
- ৩:৪০
- ৫:১৯
- ৬:৩৮
- ৬:৩৬