শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভ সেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ক্ষুদ্র নৃগষ্ঠির ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর অসামপ্ত আত্মজীবনী, মাতৃভাষা পিডিয়া ও বহুভাষি পকেট অভিধানে মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পরই এদেশে বাঙ্গালি ইতিহাস, সংস্কৃতি হারিয়ে যেতে শুরু করে – প্রধানমন্ত্রী
শিক্ষা জন্য মাতৃভাষায় শেখা খুবই গুরুত্বপূর্ন। শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত। তবে অন্য ভাষা শেখার সুযোগও থাকতে হবে।
নিজেদের অভিজাত প্রমানের জন্য অনেকেই বাংলা ভাষাকে অবহেলা করে ইংরেজী ভাষায় কথা বলনে। এটা গ্রহনযোগ্য না।
মাতৃভাষাকে আরো চর্চা ও শক্তিশালী করে আমাদের শিল্প কলা বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে।
যুদ্ধ ও অস্ত্রের পেছনে অর্থ খরচ না করে শিক্ষা ও গবেষনার পেছনে তা খরচ করতে বিশ্ববাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।