রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে খৎনার পর শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ ৫ সদস্যের কমিটি গঠনের এ আদেশ দেন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. এ বি এম মাকসুদুল আলমকে চেয়ারম্যান করা হয়েছে এই কমিটির। এছাড়া কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন এবং ঢাকা শিশু হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আমিনুর রশীদসহ মোট ৫ জনের সমন্বয়ে কমিটি গঠন করে দিলেন হাইকোর্ট। আগামী ২০ মার্চের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত কমিটির প্রতিবেদন তাদের মনঃপূত হয়নি। সুনির্দিষ্টভাবে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় কারা দায়ী, তাও উঠে আসেনি ওই প্রতিবেদনে। এজন্য হাইকোর্ট নতুন করে কমিটি করে দিলেন।