ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৮ ফেব্রুয়ারী রবিবার বিকালে উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামে অবস্থিত মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ড এর স্বত্বাধিকারী দানেশ আলীকে এ অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা। একই সাথে আগামী ১ মাসের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে সব কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ভ্রাম্যমান আদালতে ২ লাখ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। জানা যায়,ভ্রাম্যমান আদালতে বিচারক মোছা: ফাতেহা তুজ জোহরা জানান, আজ বিকেলে মিরাজ ভাটায় অভিযান পরিচালনা করা হয় এসময় মালিক পক্ষ কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে মিরাজ ভাটার মালিক দানেশ আলীকে ২ লক্ষ টাকা জরিমানা এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।সে সময় বালিয়াডাঙ্গী থানার পুলিশ,ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।তবে প্রকাশ থাকে যে,এর আগেও ৩ বছর আগে পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে ২ লাখ টাকা জরিমানা করে মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ডের মালিককে ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়ে স্থাপনা সড়িয়ে নিতে বলা হয়েছিল।তারপরেও তিন বছর ধরে অবৈধ ভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিলেন ইট ভাটা মালিক দানেশ আলী।তবে পরিবেশ রক্ষা করতে এ ধরনের অভিযান চলমান থাকলে ফসলি জমি রক্ষা হবে।