আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে বলেন : এ বছর প্রায় ৪৮ হাজার পরীক্ষার্থী কমেছে। করোনার কারণে গত ৩ বছর যথাসময়ে কিংবা পূর্নাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। ২০২৪ সালে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশিত হবে। ভবিষ্যতে নতুন কারিকুলামে পরীক্ষার সময় পরিবর্তনের আশাবাদ তার। পরীক্ষার্থীদের হয়রানি রোধে অভিভাবকদের কেন্দ্রে জড়ো না হওয়ার আহ্বান জানান তিনি। প্রশ্নফঁাস নিয়ে গুজব বা অপপ্রচারে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। অভিভাবকদের এ ব্যাপারে আপোষ না করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। এসএসসি পরীক্ষার সময় সারারাত মাইক না বাজানোর জন্য আলেম-ওলামাদের প্রতি অনুরোধ জানান। মিয়ানমার সীমান্তে অস্থিরতার কারণে পার্বত্য এলাকার শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বোর্ড বিশেষ ব্যবস্থা নিতে পারবে বলে মনে করেন তিনি।

এদিকে

এসএসসি পরীক্ষার্থীদের জন্য তেজগাঁও থানার ‘সাপোর্ট ‘ এর ব্যবস্থা করেছে।

এসএসসি পরীক্ষার্থীদের জন্য ‘সাপোর্ট’ নামে বুথ খোলা হয়েছে। আজ তেজগাঁও থানার ৩ পরীক্ষা কেন্দ্রের সামনে এসব বুথ খোলা হয়েছে। কেন্দ্রগুলো হল-তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালক বিদ্যালয় এবং গভর্নমেন্ট সাইন্স হাই স্কুল।

যানজটে আটকে থাকা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া, কেউ ভুল কেন্দ্রে চলে আসলে তাকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন বা অন্য কিছু ফেলে আসলে তা আনার ব্যবস্থা করা, কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়ে যেন শিক্ষার্থীদের সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিচ্ছে সাপোর্ট। সকালে তিনটি কেন্দ্রের সামনেই চকলেট ও কলম দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানানো হয়। আজ প্রথম দিন গভর্নমেন্ট সাইন্স হাই স্কুল কেন্দ্রে ইয়াছির আরাফাত নামের এক পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ভুলে বাসায় রেখে আসেন। শিক্ষার্থীর সেইসব কাগজ আনার ব্যবস্থা করে দেয় সাপোর্ট। পরীক্ষার্থীদের জন্য পুরো পরীক্ষায় এসব বুথ রাখবে তেজগাঁও থানা।