বাংলা বর্নমালায় কয়টি অক্ষর আছে ?

উত্তর – বাংলা ভাষায় বর্ণমালা বা মোট অক্ষর সংখ্যা ৫০টি। এর মধ্যে ১১ টি হলো স্বরবর্ণ এবং ৩৯ টি হলো ব্যঞ্জনবর্ণ

বাংলা বর্নমালা বিষয়ে কিছু অতিরিক্ত তথ্য :

স্বরবর্ণ ১১টি (হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)

ব্যঞ্জণবর্ণ ৩৯টি (প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪টি)।

স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি আছে ২৫টি (ক থেকে ম পর্যন্ত)।

পূর্ণমাত্রাযুক্ত বর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)।

অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)।

মাত্রাহীন বর্ণ আছে ১০টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ৪টি), অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ কার আছে এমন স্বরবর্ণ ১০টি (‘অ’ ছাড়া)।

ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব, য,র)।

মূর্ধন্য/পশ্চাৎদন্ত্যমূলীয় ধ্বনি আছে ৯টি (‘ট’ বর্গীয় ধ্বনি + ষ, র, ড়, ঢ়)।

দন্ত্য ধ্বনি আছে ৭টি (‘ত’ বর্গীয় ধ্বনি + স, ল)।

অঘোষ ধ্বনি আছে ১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)।

ঘোষ ধ্বনি আছে ১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)।

অল্পপ্রাণ ধ্বনি আছে ১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)।

মহাপ্রাণ ধ্বনি আছে ১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)।

নাসিক্য/অনুনাসিক ধ্বনি আছে ৮টি (প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ঁ, ও)।

উষ্ম/শিস ধ্বনি ৪টি (শ, ষ, স, হ)।

অন্তঃস্থ ধ্বনি ৪টি (ব, য, র, ল)।

পার্শ্বিক ধ্বনি ১টি (ল)।

কম্পনজাত ধ্বনি ১টি (র)।

তাড়নজাত ধ্বনি ২টি (ড়, ঢ়)।

পরাশ্রয়ী ধ্বনি ৩টি (ং, ঃ, ঁ)।

যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি ২টি (ঐ, ঔ)।

যৌগিক স্বরধ্বনি ২৫টি।

ব্যঞ্জণ ধ্বনি ১টি (ৎ)।

অর্ধস্বর ২টি (য, ব)।

(সহায়তা : গূগল)