ভারত সফর অত্যন্ত সফল হয়েছে।_পররাষ্ট্রমন্ত্রী।

ভোগ্যপণ্য আমদানিতে আমরা ভারতের ওপর নির্ভরশীল। সে দেশের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ছয়টি মণ্য আমদানিতে বিশেষ কোটা সুবিধা চেয়ছি। রমজানের আগে চিনি এবং পেঁয়াজ আমদানির নিশ্চয়তা চেয়েছি।

মিয়ানমার সেনাদের ফিরিয়ে নিতে
জাহাজ কবে ভিড়বে তা নির্দিষ্ট করে বলতে চাইনা কৌশলগত এবং নিরাপত্তা জনিত কারণে।

মিয়ানমার থেকে যেসব সেনা পালিয়ে এসেছেন, তাদের সহসা ফেরত পাঠাতে পারবো বলে আশাবাদী। মিয়ানমারো পজিটিভ আছে। দিনক্ষণ নির্দিষ্ট করতে চাইনা সিকিউরিটি রিজনে।

আকিয়াভ থেকে মিশনে কর্মরতদের সরিয়ে আনা হচ্ছে।

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সংখ্যা বাংলাদেশে এমনিতেই বেশি। তাদের কারণে আমরা কি আরও অসুবিধায় পড়বো?
(সীমান্তে অনেক রোহিঙ্গারা অপেক্ষা করছে, তাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেবে কীনা সে প্রশ্নের উত্তরে)

মিয়ানমারে যা ঘটছে তা একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমার ইস্যুতে বিএনপি যসব কথা বলছে, তা বলে বিএনপি তাদের অস্তিত্ব জানান দিতে চায়। সরকার মিয়ানমার ইস্যুতে কোন তথ্য গোপন করছেনা।

দিল্লি সফরসহ চলমান বিভিন্ন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিং, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।