১. এক সপ্তাহে কত দিন থাকে?
উত্তর – ৭ দিন
২. এক দিনে কত ঘন্টা থাকে?
উত্তর – ২৪ ঘন্টা
রাত ১২ টা থেকে পরের দিনগত রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত সম্পূর্ন সময় কাল কে এক দিন হিসেবে ধরা হয়
৩. ইংরেজি বর্ণমালায় কয়টি অক্ষর আছে?
উত্তর – ২৬টি
৪. রংধনু কয়টি রং নিয়ে গঠিত?
উত্তর – ৭ টি
বেগুনী , নীল , আকাশী, সবুজ , হলুদ, কমলা এবং লাল
(সহায়তা : গূগল)